_____কালের গাত্রে শুধুই কল্পো বুনুন
মাত্রা ছাড়াতে পারলাম কই?
গুন্ডি কেটে বাহির হওয়া হল না আর।
ঐ সেই দুরন্তপনার_
খোলা আকাশ
খোলা হাওয়া
খোলা চঞ্চল টলটলে ক্ষণ
খোলা স্বপ্ন বুননে রাতভর জোছনা
হারিয়ে যাওয়া মাদুরে বড়ই চঞ্চল বসবার অবসর কই?
বিদ্রোহের পুরাণ;
জীবন খতিয়ানের সংগ্রাম, দ্রোহ,স্থবিরতা, ক্ষুধা, যাতনা
সে কি ভয়ঙ্কর?
চঞ্চল বিবর নিমেষেই শুককিটের মতো গুটিয়ে যায়
তার তাবড় খলসে।
মুক্তির সে কি বিদ্রোহ?
দ্রোহে মুক্তি মিলে বটে তয় ক্ষয়ে গেছে যৌবন সোপান
কালের গাত্রে শুধুই কল্পো বুনুন!
রয়ে সয়ে ক্ষণে ক্ষণে
সব তো;
মুছে যাবার নেশায় মাতে
ঐ সেই বালির বাঁধের মতো চঞ্চল ঢেউ
এসো বৃত্তেই স্থিতি হই।
আজ ১১ মাঘ ১৪২৯