_______জলছবি বাসনা
ভুলেই ছিলাম তার কথা
সে তো এখন,
মহাকালের দ্রষ্টব্য;
উদাহরণে উদাহরণে ভাসে সে
জল ছবির মতো যেন স্মৃতির পাতা উল্টায়
শরত মেঘের চাতাল হাওয়ায়
উড়ে উড়ায়; কদাচিৎ ভেসে যায়
খণ্ড খণ্ড পাহাড় খাঁজে
স্রোতনী পার্বণ!
পথে যেতে যেতে কাদা জলে পুষ্প ফুটে
আশ্বিনের ধাঁরকাক ডেকে ডেকে সারা
এমন মগন বেলায়।
চাঁদোয়া কাশবনে আজও তার
আঁচল উড়ে, বিরহী কইতুর বেলায়
উড়ে উড়ে আকাশ খরায়; যতনে ছিল ভারি
এখনও গোপনে গোপনে আরাধ্য সমীপে
জাগে মিছে আসে যায়! জলছবি বাসনা।
১৪২৭/শরত কাল/আশ্বিন।