______হেমন্তের জল ডুবা ঘ্রাণ

সবে বান সরে গেছে, নরম মৃত্তিকায় শেওলা শুকায়
পলি কাদায় সবুজ ঘাসের বিন্যাস তুলতুলে হেমন্তের
মহনীয় সাজ।
শালুক ফোটা বিলের টলটলে স্থির স্বচ্ছ জলে শেওলা বাগিচায়
দার কিনা মাছের ঝাঁক; দল ছুট হাঁসের ছানার দল
ডুব সাঁতারে মাতে জল ভরন সুখে।

প্রণামী লাজে তুমি সন্ধ্যাবতীর নবান্ন ঘ্রাণ!
লজ্জাবতী চুপ্‌সে যায় পানকৌড়ি ছন্নছাড়া
যাতনায়।

ডাহুক ডাহুকী নবান্ন মাখা ঘ্রাণে জল ডুবা নাড়ার ক্ষেতে
সুরম্য ধানের ঝাড়ে বেঁধেছে বাসা সুবোধ সারাল্য সুখে
প্রেম অভিসারে।
খেয়া জাল ধরে বসে আছে ঠাঁই অভাজন, সাঁঝ লালীমায়
উড়ে উড়ে পাখির ঝাঁক দিগন্তে মিলায়
লাউ মাঁচায় সাদা ফুলে এখনো লাল ফড়িং দোল খায়
মৌনতায়।

১৪২৬/হেমন্তকাল/ কার্তিক।