_______শারদ দর্পণে সন্ধ্যাবতীর জলছবি
ধুলোর আবিরে,
সে কি বৃষ্টির ফোটার দাপাদাপি?
এমন আশ্বিনে শিন শিন হাওয়ার মাদকতায়
হলুদ সজনে পাতা ধুলোর আবিরে মাখামাখি।
সে কি ঝম ঝম বৃষ্টি!
উঠানের ধুলোর আবির যত ধুইয়ে মুছে সারা।
সবে সন্ধ্যাবতী রাতের জোছনা খেলায়; সদ্য স্নান সেরে উঠা রমনির মতো
ভেজা ভেজা শরীরে বঁধুয়া যেন কলসি কাঁকে উঠানে
সন্ধ্যাবতীর মায়ায় উনুন ধরায়
রান্নার আয়োজনে।
শারদ দর্পণে সন্ধ্যাবতীর জলছবি
ভাসে, কচুরি পানার ফাঁকে, নলখাগড়ার ঝাড়ে ডাহুক ডাহুকী
খুনসুঁটিতে মাতে। কঞ্চির ডালে মাছরাঙা বসে। কাদা খোচা কাদা জলে
পলি মাটির সিঁথান জুড়ে, হেলেঙ্চা জলে ঢেউ সাঁতারে বিলি কাটে।
রাঙা শাড়ীতে শারদ বঁধুয়া মায়ার আঁচলে গোমটা টানে
পুঁজিত বেহুলা লখিন্দর; নাইওর এসেছে শারদ বঁধুয়ারা।
উনুন ধোঁয়া উঠান জুড়ে সন্ধ্যাবতীর সাঁঝ ঢেকে রয়
পাকপাখালীল কোলাহলে ধুঁপের সহজাত মাদকতা
শারদ দর্পণে সন্ধ্যাবতীর জলছবি ভাসে।
১৪২৯/আশ্বিন/শরৎ কাল।