_______জল ভাসানে প্রশ্নগুলো
এটা কেন হলো?
এমনটা হওয়ার কথা ছিল না তো?
এমনটাই যদি হবে, তো! দোষ ছিল কি তার?
অতঃপর মেঘে মেঘে বেলা গেল গড়িয়ে যায় গড়িয়ে
আঁধার আলোর খেলা।
সে তো জানে না?
কি দিয়ে কি হয়ে গেল?
মেঘ রৌদ্রের লুকাচুরি আলো ছড়ায় লতা পাতায়
পরশে পরশ খুঁজা;
জোছনা বিভাস ফুরলে।
এমনটাই হয় যদি?
কি বা কাজ, কি করে হয় সারা?
সুখ বেদনা লয়ে জীবন কসরত;
প্রত্যহ দিন শেষে রাঙা রবি হাসে।
কি তার দ্রোহ?
কি তার লয়?
সবই তো হরষে লুট হয়ে যায় নিমেষে
শুধু তন্দ্রা ঘন অভিমান
খসে পড়ে ধুলোসম
রহস্যে ডুবা চোরাবালি; রয়ে যায়
জল ভাসানে প্রশ্নগুলো।
আজ ২৫ কার্তিক ১৪২৯