---------জলছবি কাদা জলে

খিড়কি ঠেলে আষাঢ়ে চাঁদ
উঁকি দেয় হেসে,
সিঁথান জুড়ে ভুতুর মুখ
জোছনা ছুঁয়ে হাসে।
>
আয় আয় চাঁদ মামা
আষাঢ় মেঘ ডাকে,
টিপ হয়ে মেঘের ছায়া
ভুতুর কপাল ঢাকে।
>
আকাশ যে আজ কাঁদো কাঁদো
জল ভরা মেঘ ভাসে,
জোছনার উঁকি মেঘের ফাঁকে
রিমঝিম বৃষ্টি আষাঢ়ে।
>
রাতভর ভেঁপু বাজায় ব্যাঙ
আষাঢ়ে ডোবার জলে,
জোছনা রাতে ঝিকি মিকি
জলছবি কাদা জলে।

১৪২৬/আষাঢ়/বর্ষাকাল।