_______হাঁটাচলা

ছড়া কাটা পদ্যে তার
বাঁচোনিক ছন্দে
হামাগুরি থেকে উঠে দাঁড়িয়ে পরে
কাঁপা কাঁপা শরীরে!
কাঁপতে কাঁপতে
সামনে পা টলিয়ে ধাপ আঁটে;
পিছনের পা তুলে বাড়াতেই ঢলে পড়ে।

শিশু কালে ছন্দ পতন
বারং বারং অপ্রস্তুতে;
প্রস্তুতের ঘন ঘটায় হাত বাড়িয়ে উঠান ঠেলে
জয়য়ের উল্লাসে
মুচকি হেসে উঠে;
যেন প্রথম স্বপ্নের বুনুনে ডুব দিয়েছে।

ডুব দিয়েছে আঙ্গিক পৃথিবীর সমুখে
শুধু দ্যাখে আর বিষ্ময়ে হতবাক হয়;

কি আলো? নিভে গেলে, রাত
কি জোছনা? বিভাসে আলো ক্ষয়
কি আকাশ? মেঘের জানলায়,তারারা
কি পাখি? উড়ে যায় গাছে বসে,
কি প্রজাপতি? ফুলে ফুলে উড়ে উড়ে

চন্দনা, টিয়ে ঐ
বাগ বাকুম কইতর
মেও মেও বিড়াল ঐ
ঘেও ঘেও কুকুর গুলো।

কাঠবিড়ালী পেয়ারা গাছে
চড়ুই জটলা উঠানে
পুঁই মাচায় টোনাটুনি
বাসা বাঁধে ডালি গাছে।

মায়ের পা ছুঁয়ে লেজ উঁচিয়ে মেও মেও
আদর আহল্লাদে ঘুরে; দেখে তার কেমন কেমন
হাত উঁচিয়ে ডাকে এবার মাআ, মাআ, বা,বাবা
হাঁটার ঝাকুনিতে পড়ে যায় আবার হাঁটে
যেতে হবে মায়ের কাছে।

আজ ২২ শ্রাবণ ১৪৩০