_______রাত্রি জেগে জেগে শুধায় মোরে তব প্রেম
কত, কত প্রহর জাগে রাত্রি?
রাত্রি জেগে জেগে শুধায় মোরে তব প্রেম
বিরহে পুড়িল যবে;
নগ্ন পাদুকায়
বেজে ছিল নূপুর;
জোছনা সে দিন মেঘে ঢেকে মুখ।
বিষন্ন গোলায়
সেধে ছিল বার বার কুহক রজনী
শেষের গান, তোমারই।
এখন ঝাঁক ঝাঁক ফড়িং উড়ে আশ্বিনের গায়
শত চুম্বনে ফুল ঝরে আঙিনায়।
উঠানে ধুলোর শরীরে
নূপুর নিক্কন বাজে; সরব প্রত্যয়
তুমি আসবে বলে।
ফেরা হয়নি আর
অভিমানে স্বেচ্ছাচারিতা।
উদ্ভট পথের নেশা পেয়ে বসে তার
কত, কে শুধায় তারে?
উলু বনে হাওয়া খেলে
টোনাটুনির চঞ্চলতা ঘুরে
যায় আসে জোয়ার ভাটা
বুক চিরে
উজাড় হয় জোছনা কালিমা
তুমি আসবে বলে।
আজ ২১ ভাদ্র ১৪৩০