অগচরে যে লাজ
অগচরে যে লাজ রেখেছ মোর গোপন আঁখি পাতে
তারে দেখিতে দেখিতে যায় যে সারা বেলা
সে তো সেজেছে বুকের পরে এমনি এমনি করে
তারে চাহিতে চাহিতে নিত্য দিন রাত ফুরাবার পালা।
সেই যে আঁখি পাতে ছড়িয়েছে রং তোমার রুপের বিভাস
তারে মুছিতে মুছিতে ছড়িয়ে যায় নিত্য অযাচিতে
সে তো তোমারই রং বিলাসী সদা মৃত্তিকা ঘ্রাণ যাচে
তারে খুঁজিতে নাহি হয় এমনি করে বুকে পরে তৃঞ্চা জড়ায়।
এই তো সেই তো তোমারই সদা লাজ অগচরে মোরে
নিত্য পোড়ায় জীবনও ব্যপিয়া সব ঋতুগুলো মজিয়া
হাসায়ে কাঁদায়ে উত্তাপ ছড়ায়ে শীর্ণ মর্মে ফুল ফুটায়ে
তোমারে চাইতেই মগন ঘন বীণা বাজায় আজও প্রাণে।
১৪২৮/ ২৮, চৈত্র/ বসন্তকাল।