---অচেনা পথ
অচেনা পথে চলতে চলতে
পথিক চিনেছে এ পথ; আবার নতুন পথ
চলতে চলতে পথিক চিনেছে সে পথও!
অচেনা পথ চেনা হয় হেঁটে হেঁটে
সময় ক্ষেপ পেরুল যখন; সকাল দুপুর গড়িয়ে সাঁঝ
এমনি করে পথে সময় কত ছক আঁকে!
সময় পথ মাপন টেনে টেনে
পথিকের নন্দন মোহরা; চেনার আহ্বান শেখায়
যাপিত কাল বড়ই বেশরম নিঃস্ব হয় ক্ষয়ে ক্ষয়ে।
অচেনা পথ চেনার আমুলে
দ্রোহ বিদ্রোহ কত কত ভাবনা? বেবস পথিক একটু জিরয়
ফুরলে বেলা আঁধারে বিমর্ষ খেলা!
সদা তৎপর অচেনা পথে
যা কিছু সাথে সঞ্চয় ফুরায় পথে পথে; প্রকৃত তিয়াস জপে
এক কোন মর্ম যাতনা মুক্তি না মিলে।
১৪২৫/অগ্রহায়ণ/ হেমন্তকাল।