---প্রলুব্ধ মায়া
প্রকৃতির ছন্দ আঁকা,
মাকড়ষার জালে হেমন্তের শিশির বিন্দু
স্বচ্ছ শিশির কণা লুকিয়ে রয়, প্রলুব্ধ মায়া
ঋতুর ছোঁয়ায় সে কি ফিরে এলো?
তন্দ্রায় চাওয়ার বিপন্নতায়।
চাওয়ার অনুধাবনে মায়া রয় মেইয়ে
সিদ্ধ জলের বাষ্পের মতো, উবে যায় ঊর্মি নেশায়
দিক হতে দিগন্তে।
অনুভবে ছুঁয়ে যায় ঐক্যতান!
বিদিশার দিশারী মায়া বুনে যায়, কতক খঞ্জনার
পায়ের ছাপ আঁকা পলি কাদা।
মায়া বার বার কাছে টানে চাওয়ার সহবোধে
মন শরীরের সে কি প্রলুব্ধ কায়া? অপরাহ্ণে ছুঁয়ে যায়
ক্ষুদার্থ মন বাসনা যাতনা বিলায়।
====শরীর অরণ্য
বিষন্নতায় মন কাঁদে নিত্য
বিপন্নতায় হারায় দিশা; ভুলে ছিল কি তন্দ্রায়?
কত শত স্বপ্ন বিমর্ষ; ক্ষয়ে যায়, শরীর অরণ্য
নগ্ন পায়ে মৃত্তিকা কলা।
মৃত্তিকা কলা বহুভুঁজে দৃশ্যমান
অপার রূপে উচ্ছ্বল কোলাহলে; ক্ষয়ীঞ্চুকালে নিত্য দ্রোহের
ক্ষুধার রাজ্য মন যাতনায় পুড়ে; অলিক ভাবনায় ভাসে
মন বাসনায় যদি প্রেম ফিরে!
বহুভুঁজে দৃশ্যমান অমিয় প্রেম
কোন রূপে সে রয় ধরা ধামে? আদি অন্ত প্রেম নিকাশ
কত মাত্রায় রয় অবনীর পরে? না কি লীন বুনে শূন্য নীলে?
মাত্রা ভেদে প্রেম কথা কয় যথাতথা।
===হেমন্তকাল/অগ্রহায়ণ/হেমন্তকাল।