____অচেতন বর্ণ বিবর্ণ

কোন একদিন;
তন্দ্রায় ডুবসাঁতার স্বপ্ন আর স্বপ্ন জোড়া আকাশ
নীল জুড়ে আঁকা কত কি?
প্রকৃতির অপার লীলা মুগ্ধতায়, জীবন স্বপ্নময়
ভেসে যায় খেয়া পারাবারে
এপার ওপার করে করে,,

কোন একদিন নিঃস্ব অবয়ব মিথ বুনে যাবার আগে
চেতন ফিরে হতাশা আর আস্ফালন
অতীত ফিরে দাঁড়ায় সমুখে;

কোন একদিন ছিলে? অচেতন বর্ণ বিবর্ণ
ভুলেছে বেড়ে উঠার মাধুর্যে;
কত কি যে আঁধার আলো মেখে? তুমিও ছিলে তারই সাথে
উচ্ছলতায়, রাগ; অভিমানে ছড়িয়ে ছিল মৃগনাভি অদম্য
প্রত্যয়ী নন্দন নেশা। কোন একদিন,
কুয়াশার ধেয়ে আসা আঁধারে, হারিয়ে গেল যাতনা।

১৪২৭/কার্তিক/হেমন্তকাল।