---কিচিরমিচির চড়ুইভাতি


হেমন্তের নরম রোদে
ফড়িং ডানা মেলে,
সিমের ফুলে শিশির ধোয়া
বেগুনী মুখ খুলে।

লাউ ফুলের সাদা দলে
কালো ভ্রমর ঘুরে,
পুকুর জলে হেমন্তের রোদ
চিক চিক করে।

সজনের পাতা ঝরা উঠানে
কিচিরমিচির চড়ুইভাতি,
ডালিম ডালে টোনাটুনি নাচে
ভুতুর বিড়ালের সেকি মাস্তি?

হেমন্ত রোদে কৃষকের উঠান
সোনালী ধানে রাঙা,
ঘোমটার আড়ালে বধুয়ার হাসি
লজ্জাবতী অপরূপা।

==১৪২৫/কার্তিক/ হেমন্তকাল।