______পথিকের অধরা আরাধ্য
দাবানলে পুড়ছে অরণ্য
ধুঁয়া ঠেলে বেড়িয়ে এলে তুমি; অভিভূত অরণ্যরাজ
বালি হাঁস ঝুলে আছে শিকারির কাঁদে
আগন্তুক পথিক থমকে রয় পথে
চন্দন বনে এ কি সুবাস?
সাঁঝ লালিমা রোশনায় যেন তোমাকে কুর্নিশে রত
সায়েরী ঢং এ পাখির ঝাঁক উড়ে যায়
নন্দন আকাশ রাঙা নীলে।
সাঁঝ ঘনালে ধুঁয়ো মিলিয়ে যায়
তুমিও হারিয়ে গেলে অরন্যের বাহানার চক্ররে
এদিক ওদিক খুঁজে সারা!
ঝরা শুকনা পাতা খুঁজে পেয়ে অরণ্যরাজ
বুঝে ছিল; তুমি ফিরে গেছো।
আগন্তুক পথিক খুঁজে ফিরে তোমায়
ঝোপ ঝাড়ে সিরিশ বনে কাঠ বাদাম তলে
যেথায় সবে জোছনা ছায়া দোল খায়
অথচ তুমিই ছিলে; পথিকের অধরা আরাধ্য
১৪২৬/অগ্রহায়ণ/হেমন্তকাল।