_______হাটুরে পথিক
তামাটে সাঁঝ,
বসন্ত আবির গায়ে মেখে নির্লিপ্ত
নিস্তব্ধতায় ঢলে পড়া বেলা ধূসর মেঘের আড়ালে
চুপিসারে ডুবে যায়;
তবুও বসন্ত আলো বেশ জাগ্রত।
শৈথিল্য কাদা জলের কচুরি পানায় ডাহুক ডাহুকী
হেটে বেড়ায় আধো আলোর মায়াবী ছোয়ায়।
তখনো কানিবক মাছ ধেয়ানে
আধার প্রহর গুনে।
হাটুরে পথিক, পথ মাড়ায় সাঁঝ ঘনালে
হাট বার, কতক সদাই পাতি পোটলা বাধা কাঁধে; দ্রুত পা বাড়ায়
ফিরে গঞ্জের হাট হতে মেঠো পথে, চৈত্র হাওয়া
ঘামের চিটচিটে গায়ে তাপদাহে প্রলেপ মাখে।
সাঁঝ আধারের মেঠো পথ
চেনা পথ অচেনা লাগে।
সলিমপুরের করিম মাঝি
ডেকে কয়, ধিরেন দা না কি? গন্জে গেছিলা;
হ, মাঝি দাদা। মেয়ে জামাই আইছে, পা চালাই,,,,
১৪২৮/চৈত্র/বসন্ত কাল।