________ফিরে আসতে

বেলা শেষের
গান গেয়ে যায় দূরে ঐ মেঘের দল।
ঘাসের আঙিনায় শিশির ফোটা
অম্লমধুর বিষম আঁকে
মাড়িয়ে যাওয়া পায়ে কত কথার?
আলপনা আঁকে; ছুঁইয়ে ছুঁইয়ে হেমন্তের অম্ল ঘ্রাণে
সেথায় যে তোমারই কবিতার জটলা
দিগ্‌ভ্রান্তের মতো ঘুরে
ক্ষ্যাপা সময় বড়ই বিরহে পুড়ে
তোমার চেয়ে থাকার মতো আক্ষেপে;

পারলে কই ফিরে আসতে?
তোমারই কবিতার অঙ্গনে; সেথায় যে বড়ই খরা
নিদারুণ পোড়া তোমার বিরহে।

১৪২৭/হেমন্তকাল/অগ্রহায়ণ