____সময় ক্ষত
আমাকে ছেড়ে দাও
যেতে দাও আমাকে, আমি যে বন্দি
বাঁধা পড়ে আছি এখানে, এই সময়।
সময় বড়ই স্বাধীন
কিন্তু সময় স্বাধীনতা দিতেই চায় না;
শুধু ফুরিয়ে যাবার চিত্র আঁকে
সময় ফিতায়; উর্মিল মাস্তুল সময় ঝড়ে কেঁপে উঠে
যেন ধরেছে সময় পার্বণ।
কথার সীমানায় সময় ধরে আসে
মেঘেদের বুক চিরে লুকিয়ে পরে
মেঘ ফুরাইলে বেড়িয়ে পড়ে; সময় ক্ষত
অবনীর প্রান্তে ক্ষয়ে ক্ষয়ে যায়
আমারই সাথে সাথে,,
১৪২৭/শ্রাবণ/২৮