_______হারিয়ে যাবার কাল
পারি না তো কত কি?
সময়, সমাজ, নষ্ট কাল, এমন পচন ধরেছে
যেন যত্রতত্র বেড় হয় দুর গন্ধ;
সময়, কাল, সমাজ জীবন সবই বহতা
পুরাতন ফিরে নতুন রূপে।
কই বদ্লায় না তো কিছুই?
সময় ফিরে আসে,
কাল বার বার ফিরে যায়,
সমাজ বদ্লায় ভাঙে গড়ে,
জীবন ফুরায়; নতুন জীবন আসে বিচিত্র বৈভবে
নতুন জীবনের আশায়
নতুন স্বপ্ন ঝুলে; আটপৌঢ় মেঘমল্লার মেঘে মেঘে
ছড়িয়ে ছিটিয়ে ক্ষণকালের পর্দা ভরে
শিশির বিন্দুর মতো
উবে যায় মিলিয়ে যায়"হারিয়ে যাবার কাল"
পারি না তো কত কি?
১৪২৭/হেমন্তকাল/ কার্তিক