______সময় তার কোল ভরেছে অভিমানে

মরা পাতার স্তূপে
ঢেকে ছিল সময়; উঞ্চতার আকাঙ্ক্ষায়
পুড়ে গেল সব।
লম্বা ছায়ার মতো
মূর্তিমান্‌‌ দিঘল পথ; পথিকের পাদুকা
ধুলোর আবিরে ঢাকে।

যেতে যেতে সেই পথে
বিভ্রম বেদনায় সঁপে; মোড় পেরিয়ে
পথের ঐ বাঁকে নতুন পথের দ্বার।
অবিরাম সময় এঁকেছে
সময় ক্ষণ ধরে ধরে; যদি পথের আদলে
পথিকের অভিমান খোলে।

অবিরাম বিষম বিষন্নতায়
সময় ক্ষয়ে ক্ষয়ে পড়েছে বিষ্ময়ে; পথিক শুধু দেখার ছলে
অমিয় স্বপ্ন বুনে বুনে নিঃস্ব হয়েছে সয়ে।
সেথায় কাল ছিল জেগে
স্বপ্নের পোড়া ইতিহাস হয়ে; কত কত যে ক্ষয়ে ক্ষয়ে নিঃস্ব?
সময় তার কোল ভরেছে অভিমানে।

আজ ১৬ পৌষ ১৪৩০