______আসবে বলে বই মেলা
কত কি যে আঁকে?
আসবে বলে বই মেলা; পলাশ শিমুল ফোটে।
রং তুলিতে রং এর বাহার;
কবিতায় গুঞ্জন উঠে।
কত কি গল্প কথা?
মাঘের কুয়াশায় আঁকে; লেখার পাতায় স্বপ্ন বোনা।
ছড়া কবিতায় ছন্দ নাচে;
পলাশ শিমুলে বসন্ত ফিরে।
কত কি যে গন্ধ ভাসে?
আমের বোলের মৌ মৌ ছোটে; মা'গো তোমার শোকের বসন
বই মেলায় ঐ হ্যামিলনের বাঁশিওয়ালা;
নতুন বইয়ের বাসনা ভাসে।
ভুতু সোনার কত কথা?
ভূত পেত্নী কল্পো গাঁথা; বাংলা বোলে মায়ের কথা
ঘুমপাড়ানি গান যে গায় চাঁদের কপালে চাঁদ;
কোন সে পরি উড়ে এলো তোমার ঘ্রাণ পেয়ে।
আজ ২৪ মাঘ ১৪২৯