______এবার স্বপ্ন চাতাল
তার স্বপ্ন চাতালে
স্বপ্নঘোরে কেটেছে কত কত রাত?
বিদ্রূপ সেই আধার কোনায় টিকটিকির ডাক
সন্ধ্যাতারা নিভে গেলে
শুধু রাত্রি সযাক হুতুমপেচার চোখ জ্বল জ্বলে
স্বপ্নঘোর শুধুই তার মাত্রা গুনে আধার পারা পারে
এই বুঝি রাত ফুরাইবে না
শুধু আধার নিয়েই সংশয় যাপন।
তাই তো তার স্বপ্ন চাতাল
আধার রাতে যেন "বিড়ম্বনার ঘর"
তাতে বাতি নেই
আলো নেই; আধার কুড়াইয়া
যেন পূর্ণতায় সঁপে রাত্রি যাপনে জেগে রয়।
আর স্বপ্ন খরায় কত কতক প্রাণী?
রাত্রি যাপনে সিদ্ধ হয়।
আধারে ডুবে পূর্ণতা খুঁজে দিশা নাহি মিলে
আধারে যে কর্ম বিলাপ দম্ভ সহি বারে ডুবে
আধারে যে মাত্রা বিলাপ স্বপ্ন ঘোর জাগে
আধারে যে তার স্বপ্ন চাতাল স্বপ্ন লয়ে খেলে।
এবার স্বপ্ন চাতাল;
ইথার ঢেউয়ে ভেসে যাক অজানায়
১৪২৯/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।