______এ কোন প্রত্যয়ী মেঘ তোমার
কোথায় ছিলে তুমি?
আয়নার পিছনে, না কি? বিভ্রম কাকতালীয় মেঘের মতো
উড়ে গেলে দূর বহু দুর।
অতলান্তিক আঁধার মুখোশে হারিয়ে গেলে
কালের আঁধারে; চন্দ্র বিন্দুর ক্ষয়ে যাওয়া জোছনায়
আঁধার মিটে না, আবছা কালোয় স্বপ্ন তন্দ্রা
ডুবে ছিল বিভর মায়ায়।
সেথায় দু চোখ খুঁজে ছিল অপেক্ষার পলে পলে
যদি ফিরে নাঙা গাছের সিক্ততা!
কাঁপন লাগা ঠোঁটে আসক্তির ঘ্রাণে
জোয়ারে নদী যখন ভেসে যায়; আপন মনে প্রথাগত বাঁধ
ভাঙার অপচেষ্টায় ভাটার শূন্যতা মিলে
অবিনাশী স্বপ্ন যুগোল বিস্বাদে
ফির রাতের অপেক্ষায়_
তোমাকে পাওয়া হলো না আর
মাধুরী রাত ফুরিয়ে যায়; স্বপ্ন যুগোল তন্দ্রায় মিলায়
আমাকে ফুরিয়ে নিজেই মিলিয়ে যাও
লজ্জাবতীর মতো, ছুঁয়েছে ছিল কাঠবিড়ালী বলে!
এ কোন প্রত্যয়ী মেঘ তোমার
স্বপ্ন বুননে, সর্বনাশ বিলায়।
আজ ৯ মাঘ ১৪২৯