===এই এলো হাওয়া ছুঁয়ে নিমেষেই নিঃশেষ

কত আর কতক প্রহরে যাপিত জীবন বুদ্ধি দীপ্ত হয়?
আঁচল খোলা কৈশোর ঠেলে জীবন বেলায় বোধের পূর্ণতা বাড়ে।

ধুঁয়া ধুঁয়া কাল পেরিয়ে
সৃষ্টি রহস্যের জটিল গিঁট নাহি খুলে;
কোথায় ছিলাম?
কোথায় এলাম?
কেন বা এলাম এই ধরা ধামে?
পাঠাইল বা কে?
শুধুই কি জীবন যাপনে আসা এই পৃথিবীতে?
কি পুঁজিতে ফিরে যাওয়া?
কত পথ? কত মত?
সরল পথের তরে;
আঁকা বাঁকা পথে চলা নিত্য নতুন বাসনায়।
বাসনা, মন যাতনা বিভাসে ডুবে
নিত্য নতুন আকাঙ্ক্ষা বোনা।

বাসনা রসে মন ভরেছে যবে;
খুঁজেছো কি মনে মনে? কোথায় যাবে তুমি ফিরে?
মোহ, সে তো লম্বা নেশার টান;
এই এলো হাওয়া ছুঁয়ে নিমেষেই নিঃশেষ।

আজ ২ অগ্রহায়ণ ১৪৩১