_____তাথৈ তাথৈ পৌষ মাস

তা'থৈ তা'থৈ পৌষ মাস
শীতের বুড়ির সর্বনাশ,
থুথ্থুরে বুড়ি কাঁপে পথের পরে
হাড়কাঁপানো পৌষের শীতে।

কুয়াশা ভেজা উত্তরের হাওয়ায়
শীতের বুড়ি ভিজে সারা,
পথিক হাঁটে পথের নিশানা মেপে
কুয়াশা ঢাকা মেঠোপথে।

পৌষের শীতে কৃষক কাঁপে
মাথাল ভিজে শিশিরে,
ভোর সকালে শিউলি ঝরে
শিশির মাখা দুর্বাঘাসে।

ভুতুসোনা সর্ষেক্ষেতে শিউলি ভোরে
গায়ে মেখে শীতল হাওয়া,
পথ হারিয়ে কুয়াশার মেলায়
মৌমাছিদের গান যে শোনে।

১৪২৬/পৌষ/শীতকাল।