______অতঃপর আগের সময়
সময় এখন বেবস, উদ্ভট
খুব দ্রুত চলে যায়;
আঙ্গিক আলপনায় ছেদ পড়ে না
তাই তো বলে উঠে সবাই
দিন যে চলে গেল রে,
সেই কত বছর যাবত দেখছি শুধুই যায়?
ফিরে আসে না আর।
দেখা অদেখার বাহানায়
স তন্ত্র আবহে ফিরে বারং বার
অথচ উঠোন সীমানা বাড়ে না;
নিত্য হাই তুলে
পাখি উড়ে যায় ঐ সময় বাতাস খেলে খেলে।
মগ্নতার ঘোর
মায়ার আঁচল তলে নিত্য নতুন সময় খেলে
মৃত্তিকায় বেড়ে উঠা গাছটার মতো
কত কিসে যেন মাখা আগের সময়?
কবিতার লাইব্রেরীর বুক
সৌখিন জৌলুসে আধপেটা না খাইয়ে বাঁচে।
সময় এখন বেবস, উদ্ভট
খুব দ্রুত চলে যায়;
আজ ২১ চৈত্র ১৪২৯