_______বিশ্বময় শুধুই বিস্ময়
হাওয়ায় হাওয়ায় পরাণ জুড়ায়
হাওয়ার খেলায় পরাণ যে যায়;
সদা চলাচলে নিত খেলার ছলে
এমন মায়ার টান ছাড়িতে ছাড়িতে যায় টুটে।
এমন কেমন খেলা তার? ধরিতে বাধিতে
সদ জীবন বিলাপে;
জীবন সমাপনে যায় কাঁদিতে কাঁদিতে।
তোমার খেলা,
কালে কালের তার বাঁধন খোলা
দাখো তার চিহ্ন রয়েছে মৃত্তিকা স্মরণে
করিতে স্মরণ তারে
কত শত যুগ পরে তারই পতাপ রয়েছে আঁকা
দাখো তারে খুঁজে পাবে তারে
পথের ধুলা আর হাওয়ার কিনারে;
তুচ্ছ অতি মূল বা কি তার?
এখানেই তো ক্ষয়ে গেছে সার
তাগদ যৌবন লীলায় মাড়িয়ে গেছে সব
তাই তো এখন হাওয়ার খেলা, খেলে যে
বিশ্বময় শুধুই বিস্ময়
১৪২৮/বৈশাখ/২৮