______হাওয়া বিছিয়ে ঝরা পাতায় পড়ে রয়
তোমার মাধুকরী চুম্বন
যখন পৃথিবী বদলে যায়
ভালোবাসায়;
সাহারার মরু ঝড়ে
পথ খুঁজে পায় পথিক।
অমাবস্যার রাত
ঘোর ঘন আঁধার!
স্বপ্ন বোনার মহাকাল; ভালোবাসায়
অভিমান ভুলে স্বপ্ন জোয়ারে ভাসে।
লুট হয়ে যাওয়া
ক্ষয়ে যাওয়া অভিমান পিছন ফিরে চেয়ে চেয়ে ব্যাকুল
তোমারই আকুলতায়;
মেঘের চাতালে মেঘে যেমন বৃষ্টি ওমে বাঁচে।
গর গড়িয়ে হন হনিয়ে
চঞ্চল চপল পায়ে
হৃদমাদুরে বসে গায়;
যৌবনে সময় চঞ্চল ভারি
যেন দ্রুত রেলগাড়ি;
হাওয়া বিছিয়ে ঝরা পাতায় পড়ে রয়
বাসনায় উড়া চিঠি।
আজ ৬ চৈত্র ১৪২৯