---অধরাই সারা রাত জেগে ছিল
পুষ্প হারা বাগানের নৈবেদ্য
পুড়েছে কতক যুগ? কে তার খবর রাখে?
তারে বিনে ফুরালো কাল।
অম্ল মিঠা জলে স্বাদ-বিস্বাদে, কই সেতো ফিরে দেখেনি?
কত রাত তন্দ্রা বিভ্রুমে এপাশ ও পাশে যাতনা সয়ে
রাত খরায় ঘুমের কিট সাধেনি কোন রিদম দরবারি রাগে?
ছুঁয়ে যায় হাওয়া বিদ্রুপে গুমোট আঁধারে।
তবুও তারে ছুঁয়েছে জীবন
কালে কালে যুগের না না দ্রোহে; প্রদাহ ব্যাপি ছড়িয়েছে হাওয়া
ঘাস ফুলের নগ্ন ডগায়!
তারে চুমেছে কতক প্রজাপতি প্রেম হরণে সুধা সনে
আলিঙ্গনে মেখে রাঙা ডানার ফড়িং যুগোল
খেলেছে স্বপ্ন ধরার খেলা;
শুধু তারে অধরাই ধরেছি বার বার
ছুঁয়েছি ঐ প্রজাপতির মতো স্বপ্ন ধরা খেলায় ধরেছি অধরারে
আশ্বিনের শারদ ডুবা রাতে!
শুধু চেয়ে চেয়ে দেখে ক্ষয়ে যাওয়া রাতের দু'চোখ
অধরাই সারা রাত জেগে ছিল।
১৪২৫/ আশ্বিন/ শরতকাল।