---- থমকে যায় চলার পথ


এই শীতেই তো হারিয়েছি মায়ার কাঞ্চন জঙ্ঘা
যে মায়ায় থমকে থাকে বিশাল আকাশ
থমকে থাকে পাহারের ঝরনা;
দল ভারি কুয়াশার ধুঁয়া
মায়ার আলপনা শিশির ধোয়া মূর্ছনা
বিরহী ঠোঁটে নিত্য পুড়ে মায়ার মর্ম যাতনা
থমকে রয় শিশির বিন্দুর ফোটা
অবারিত উত্তরের ক্ষেপ থমকে যায়
মায়ার মর্তলোক; শুধু চেয়ে চেয়ে বরফ চাঁই
আলোর ফুল ঝুড়ি মায়ার বুননে
এক আত্মিক যাতনা সূত্র ধরে
বহমান কাঙাল মায়া যেন  তার পথ হাঁটে
একা কি নির্মোহ অবচেতন ক্ষণ ধরে!

যে পথ হারিয়ে যায়
আর ফিরে আসে না; মায়ার মর্ত্যলোকে
থমকে যায় চলার পথ; হারানোর ধান সিঁড়ি

১৪২৫/মাঘ/ শীতকাল