_____মৃত্যু ঘন পথ
সর্ব সহা,
যাতনা গচ্ছিত শোক সইবার ক্ষমতা দাও
সময় ক্ষণ গুনে তোমার লীলায় তুমি খেল
হে প্রভু।
বোধ বুদ্ধি হারা নিদান, নিদান অপৃস্যরে;
আকল খুলে দাও!
আকলে যে তার লোভের তালায় আঁটা?
সময় যে গেল ক্ষয়ে মৃত্যু ঘন পথে
তারায় তারায় নক্ষত্র বেলা শেষে;
সে নাহি আর ফিরে।
আজ ৩ ফাল্গুন ১৪২৯