====জল থৈ থৈ আষাঢ় ঢল
নদীর জলে বৃষ্টি পরে
ঝম ঝ-মা ঝম ঝ-মা ঝম।
তাই দেখে কাকতাড়ুয়া
আকাশ পানে চেয়ে থাকে।।
মেঘের ফাঁকে রোদের গায়
বৃষ্টি পড়ে দেখা যায়।
রোদে রোদে বৃষ্টি হয়
খেঁকশিয়ালের বিয়ে দে।।
উঠান জুড়ে ঝর ঝর বৃষ্টির গান
ঝম ঝ-মা ঝম ঝ-মা ঝম।
টিনের চালে টাপুর টুপুর গান
আষাঢ় ঢলে জলের মাদল বাজে।।
জল থৈ থৈ আষাঢ় ঢলে
মাছেরা সব রাঙা শাড়ী পরে।
মাছ ধেয়ানে ঐ মাছরাঙা
ঝাঁপ দিয়ে ঐ রঙিন পুঁটি ধরে।।
আজ ২৪ আষাঢ় ১৪৩১