---বেবস পথিকের নগ্ন পায়ের ছাপ
পথে যেতে যেতে থেমে যায় পথ
চারিদিকে যেন তন্দ্রাচ্ছান্ন
বিষন্নতায় ডুবেছে;
তমগ্ন পথের পথিক আজ বেবস
আলখেল্লায় মূর্ছনা
আত্মগ্লানি মাখে;
সুরুজ ডুবেছে সেই কখন, বেলা গড়িয়ে যায় বেলা
তমগ্ন পথেই মুখগুজে পড়ে রয় পথিকের শবদেহ
চারিদিক ঢি ঢি রব পড়ে যায় রাত পোহালে যখন
সবে সরুজ মাথা চারা দিয়ে দেখছে জাগ্রত পৃথিবীকে
নতুনের তরে সবাই আপ্লুত বৈদেহিক যাতনা সয়ে;
সবে মুক্তি পেয়েছে পথিক
আঁধার ঘন রাতের বিবর্ণতায়, বসে ছিল লক্ষ জ্যেতির মেলা
সুদূর পরাহত অসীম সসীমের পথের কাব্য
নিনাদ আত্মনাদের ডুবে যায় পথের ধুলায়
বেবস পথিকের নগ্ন পায়ের ছাপ;
১৪২৫/ আশ্বিন/ শরৎকাল।