______পথিক সেই কেতুকি পথিক
পথিক পথে যেতে যেতে
ধুলোর আরশিতে তার আপাদমস্তক সহ
অতীত বর্তমান ভবিষ্যৎ
জেগে উঠে;
পথিক এবার বে বস ধুলোর মাঝে যায় গড়াগড়ি
দমকা হাওয়ায়, আচমকা বোধে ফিরে
কোথায় আমি?
ধুলোর সহিঞ্চু কোণায়
দ্যাখো কেমন বিদঘুটে!
হ্যামিলিয়নের বাঁশিওয়ালা বুনে গেছি
আমাকে ছুঁয়ে দেখতে চায়; না না পথচারী
ছেলে ছোকড়া, বেশ কৌতুহলি
অতীত পেরিয়ে, বর্তমান টানছি দ্যাখো
ভবিষ্যতে চোখ বুলাইতে
ধুলোর আরশি দ্যাখো কেমন ফাঁকা হয়ে গেল
ভেঙে গেল স্বপ্নের আড়ম্বর আসর।
পথিক সেই কেতুকি পথিক
বর্তমানে সব গুলে ধুলোর হাওয়ার উড়ে
কুয়াশার আঁচলে দ্যাখো মাকড়ষা বুনে জাল
বিষন্ন আশ্বিনের সাঁঝে।
১৪২৭/আশ্বিন/শরৎ কাল।