_____অপেক্ষার পরম্পরা
কেমন আছো?
কত কাল দেখিনি? হাজার বছর পেরুল
বোধ হয়;
তবুও তার দেখা নাই।
পদ্ম পুকুরে জ্যোৎস্নার মতো
রাত গভীরে একা একা; অপেক্ষার পরম্পরা।
টলটলে পুকুর জলের ঢেউয়ের মতো
নিশুতি রাতের শিথানে
নিমগ্ন বাড়োয়াড়ী স্বপ্নেরা প্রচ্ছন্ন বিরহ
একে একে ক্লান্ত;
এমনি বিহ্বলতা
নিঃস্ব রাত্রি যোজন যোজন আধারে লুকায়
নিঃস্ব করে
একা করে
বিদীর্ণ সাহারার মহা কালে প্রত্যাবর্তন
কালের মাত্রা কথায়; পূজনীয় ক্ষণ
আত্মিক বিরহে পোড়া
সদ্য অহম্।
তার বিরহে জনম ভরা জনম পোড়া
আরশিতে তাই খিলখিল হাসে; ঐ যে নকশালী
নকসা যে তার নিত্য নতুন পথের দিশা আঁকা
তারেই শুধাই; কেমনে তার দেখা পাই?
১৪২৭/ফাল্গুন/ বসন্ত কাল।