======আঁধারের কলঙ্ক
বাতাস যখন সুর তুলে গায়
সমুদ্র, জলপ্রপাত ও ঝরণা ঝর ঝর গায়
এমনি কোলাহলে ফুরাইলে রাত্রি নামে,
সে কি আঁধার বিদঘুটে
সেই ঘুট্ঘুটে রাতের ভাবনা জট
আজও খুলা গেল না।
সে কি ছিল তাহাদের মনে
কি বা অন্তর নীরবতায় ডুব মেরে বসে ছিল
নিঃশ্বাস ফেরাবার একনিষ্ঠ সময় পারাবার
তাই তো ফেরান গেল না আর
মৌনতার কত সুর লুকিয়ে রয়
জলপ্রপাত ঝরনার মতো করে
বিভ্রম বিলাসিতায় নিশুতি রাত
যদি সনাতন জোছনা ফিরে
আঁধারের কলঙ্ক, ঘুচবে,,
আজ ১৫ বৈশাখ ১৪৩১