---মাধুকরীর অম্ল ঘ্রাণ
চেতনার বানে সিক্ত যখন
নগর পথের ধুলো!
লাল রক্তে মুর্চ্ছা বোধের কালিমা।
বোধ সে তো চর্চায় ধন্য
বিফলে পুঁজির দ্বন্দ্ব!
শ্বেত কইতোর যায় উড়ে যায়
মায়ার চাল ছেড়ে।
সেই মায়াতেই মুক্তি খুঁজে
সকল চাওয়ার দিশা; এখন শুধু চাইতে গেলে
সর্বনাশে পথেই আগোল আঁটা।
দ্যাখো আলোর মুখ পাও নাকি পথে?
তবেই তো চলবে জীবন, মাধুকরীর অম্ল ঘ্রাণে
ছিটে ফোটা প্রেম বিরহের;
১৪২৫/শ্রাবণ/ বর্ষাকাল।