____আরশিতে ডুবে গেল তার জলছবি
শীতল বায়ু বয় উত্তরের ক্ষেপ
নাঙা সজনে ডালে বসে তিলাঘুঘু গলার পালক ফুলিয়ে
মৃদুমন্দ কুয়াশায় দোল খায়;
তার আঙিনার তারে ঝুলছে ভেজা শাড়ি বেলুয়াড়ি
কত্থক নাচনে লাল ঝুঁটির বুলবুলি জোড়া
খেজুর রসের মিষ্টি তেষ্টায় উড়া উড়ি
হাঁড়ির কাঁধে।
তার লাউ মাচায়
সাদা লাউ ফুলে বসে লাল ডানার ফড়িং; শিশির ডুবা ভোরে
যেন সাদা কুয়াশার বিন্দু বিন্দু খোলসে ঢেকেছে ফড়িং ডানা
মৃত্যুর সবুজ অম্বরে তার লাউ মাচা জুড়ে
মাকড়ষার জালে গেঁথে রয়।
এমনি খোলস অম্বরে
ধোঁয়ার আকাশ গান গেয়ে গেয়ে আঁধারে লুকায়
প্রণামী তার যত সামান্য অতীত বিমর্ষ, অভিমান
আরশিতে ডুবে গেল তার জলছবি।
১৪২৬/মাঘ/শীত কাল।