_______অনাহারী বিভ্রম স্বপ্নচারী
পথিকের অভিমান ধুলোয় ঢেকেছে
পথের রোদন কালে; প্রেম শুধু যায় দূরে পালিয়ে
দিগন্তের ঐ মোহ জালে।
প্রেম সুধা রস যেন সজনে ডালে হাওয়া
নিরিবিলি হাস্য রসে; কেটে যায় পড়ন্ত বেলা
সাঁঝ ঘনালে আঁধার নামে।
এমনি পড়ন্ত বেলায়,
তুমি চেয়ে ঐ দিগন্ত পাড়ে; পথিকের প্রেম হারালো
তোমার অভিমানে।
উত্তরের ক্ষেপ তোমার খিরকি খুলে
হিম ধরা হাওয়ায়; মিট মিটে শলতায় ফুতি উড়ে
বাসনা যে তার প্রেম আগুনে জ্বলে।
আঁধারে হারায় যে রাত
পথিক বিনে তুমি সম; কেমনে ফোটে দীঘির জলে পদ্ম
তুমি রইলে চিরকাল, অনাহারী বিভ্রম স্বপ্নচারী।
১৪২৬/অগ্রহায়ণ/ হেমন্তকাল