______বুনো হাসের পাখার শন শন আওয়াজ
পৌষের বাতাসে এখন ভেসে বেড়ায়
বুনো হাসের পাখার শন শন আওয়াজ
আকাশে ঐ সারি সারি দিগন্তের ঐ ধান সিঁড়ির পাড়ে
গন্ধ ভেসে আসে সদা মাটির নতুন পলি মাটির কাদা।
ছেড়া পালকে কাদা জলে মাখামাখি; আগাছার ডগায়
গেঁথে কুয়াশার আবিরে তির তির করে কাপে
যেন কুয়াশার ভিরে পাকপাখালির বাজনা বাজে।
পদ্মপাতা মাড়িয়ে উড়ে গেল এক ঝাঁক বুনো হাস
শেওলা জলে তখনো চুনাপুঁটি ঝাঁক; পানকৌড়ির সাথে
জলকেলিতে মগন প্রত্যাশার কুয়াশার হাওয়ায়।
এমনি নন্দন পুজারি আসর উত্তরের ক্ষেপ
সজনে ডালে বসা ঘুঘু জোড়া অমানিশার স্বপ্ন আকে
টিনের চাল চুইয়ে পড়ে কুয়াশার ধুয়ার শিশির
আঙ্গিনায় ডালিম গাছটায় বিরহে ঝুলে টুনাটুনির উদম বাসা।
১৪২৭/পৌষ/ শীতকাল।