___পাখির কথা ছিল অরণ্য প্রাণে আকাশ তা জানে
পাখির কথা ছিল অরণ্য প্রাণে আকাশ তা জানে
সুবোধ মিথ্যাচার ঝেড়ে ফেলে; আঁধার নেমে এলে জোছনা খুঁজে
মৃত্তিকা সোদা গন্ধ ঠেলে আশ্বিনে শীণ শীণ প্রলাপ আঁকে ঐ খঞ্জনি।
বেলা যে ঢলে এলো শতদল কোলাহল অরণ্য বুকে
পলির সাদা বালু চরে পাখিদের কিচিরমিচির; লালিমা আঁকে নিঃস্বার অবয়ব
পাদুকা বেলার আঁকা পথিকের নগ্ন পায়ের ছাপ।
লালিমা সোদা টলে ঐ দিগন্ত গায়
অরণ্য মাস্তুলে পাখিদের সারি বেঁধে উড়ে উড়ে; স্বপ্ন যুগোল বাসনার সারথি
অরণ্য বকে আশ্রয় সবুজ বাসনা পুষ্পে।
স্তিমিত আঁধারে রাত্রি নেমে এলে কোলাহল থেমে যায়
নিঃশব্দ বিষন্ন থমথমে পারিজাত স্বপ্ন ভাঁজ; জোনাকিরা জ্বলে উঠে উষ্মায়
আঁধারে আকাশ পানে চেয়ে ডেকে উঠে বেওয়ারিস কুকুরগুলো।
আঁধারে কড়ানারে বিদিশার জোছনা অনন্য
শুষ্মাময় নরম বিপর্শার আলোর পরশ বুলায় মৃত্তিকা শরীরে; অরণ্য জোনাক নেশায় বেবস
এবার ঝিকিমিকি জোছনা প্রলাপ আঁকে লজ্জাবতীর গায়
বিদিশার প্রলেপ খসে পড়ে স্বপ্ন সোহাগা।
আজ ১২ আশ্বিন ১৪৩০