_____রংধনু বেশ

আমারই মতো বিরহে পোড়া এই শ্রাবণে
মেঘ বালিকা চাই; চাওয়ার মতো করে
মেঘের পাঁজরে যায় গোরাগড়ি।

ওম, ভেবে ভেবে
আশ্রয় খুঁজে সেথায়!
বেলুন উড়ায় ঘুরে ঘুরে উল্লাসে মাতে
মেঘ বালিকা আমার;
এ প্রান্ত হতে  ও প্রান্তে
মিইয়ে গেল ক্ষণ কালে আশ্রয় মিলে
রংধনু বেশ।

আমার মেঘ বালিকার, রং এর রেশ
রইল তোমারই মেঘ মঙ্গল পাড়ে
আর কত, কত শ্রাবণ বল?
সইব বিরহ তোমারই; ঝর ঝর শ্রাবণ বরিষণে।

১৪২৭/শ্রাবণ/১২