-ঝমঝমাঝম বৃষ্টি এলো আষাঢ়ে


ঝমঝমাঝম বৃষ্টি এলো আষাঢ়ে
ভুতু সোনা ভিজবে বলে, ইটিশ পিটিশ করে সে
ব্যাঙের ছাতা ভিজে সারা
মেঘ গুর গুর ডাকে রে !

মেঠো পথে বেজায় কাদা
গরুর গাড়ী ফেঁসেছে প্যাকে, পুঁটির গায়ে রাঙা শাড়ী
ভেসে বেড়ায় আষাঢ় ঢলে
চাল কুমড়া চুন মেখে, উনুন চালে হাসে রে !

১৪২৫/ আষাঢ়/বর্ষাকাল।