_____বেবস অতীত তোমার
যাতনা, বিরহ, কটাক্ষ
বেশ তো ছিল সয়ে; তোমায় ভুলে মনের
জপ সিন্ধু আর্তি ক্ষয়ে ক্ষয়ে তোমার
বিনুনি বেলা চেয়ে চেয়ে।
সাধের বেলা ফুরলে,
তুমি বড়ই রিক্ত শান্ত; দীঘির টলটলে জল যেন
জলছবি দোল খায়, বুনুনি দোল আনকোড়া
সুবোধ বিমর্ষ প্রেম।
তোমার বিনুনি খোঁপায়
বাঁকা চাঁদের প্যাঁচ যেন; চন্দনা ঠোঁট বাঁকিয়ে
চেয়ে চেয়ে উড়ে গেল নীলে,
দূর বহু দূরে।
অতীত মেপে মেপে আজ
বিরহ খানিক তোমার আঙিনায়; নিক্তির কাজলে সজনের
পাতা ঝরা অভিমানে, উত্তরের ক্ষেপ! সিক্ত শিহরনে
জেগে উঠে ঘাস ফুল; বেবস অতীত তোমার।
১৪২৬/হেমন্তকাল/ অগ্রহায়ণ।