______খোলা আকাশ ছিল তোমার
সেদিন তুমি ছিলে, চপলা চঞ্চল
খোলা আকাশ ছিল তোমার; অনির্বাণ বিদিশায়
সাম্য ময়ূখ বিভাস ভরা।
আজ সেই তুমি!
অচেনা পৃথিবী যেন তোমার আঁচলে ঢাকা
কবিতার লাইন গুলো তোমার বিরহের আলখেল্লা
হটাত হটাত তেঁতুল ফুলে উঠান ভরে
পরখ বিনে কারও চোখে পড়েই না।
শুধু একা হলেই
যত রাজ্যের কত কথা?
অপরাহ্ণে ঢলে পড়া সাঁঝের আগমনে অপেক্ষা
যেন আকাশে মেঘ তাড়া দিতে দিতে
স্মৃতির আঁচল উড়ায়।
চড়ুঁই জুটির বালুয়াড়ী খেলায় মত্ত
নিম ফুল এ তখন গুনগুন গানে মাতোয়ারা; কারো ডাকে
চেতন ফিরে তোমার।
যাই, চুলায় চা! গোধুলী লগ্নে আশ্বিনের
অমোঘ হাওয়ার মাদকতায়;
এসো, নিম ফুলে আকর কুড়াই
সময় লাগাম ধরে মেঘ উড়ে যায় ঐ ঐ সুদূরে।
১৪২৯/আশ্বিন/ শরৎ কাল।