________চাঁদের অমাবস্যা
কত, কত আর নিবে তুমি?
তোমার চাওয়ার সীমানা ছাড়িয়েছে আশ্বিনে র মেঘে দিগন্তের মতো
নন্দন কলায় যতটুকু ছিল ভাঁড়া রে
আপত্তি আসেনি কখনও! শুধু ভালোবাসো বলে
ভালোবাসায় সব তুচ্ছ অতি
জীবনে প্রাণ সে তো; চাঁদের আড়ালে কলঙ্ক দাঁড়িয়ে ছিল
মন খারাপের বেদনায় ক্ষয়েছিল
আবার ভরা কাটালে শুভম পূর্ণিমা।
দেউলিয়া ঘোষনার মানদন্ডে;
তোমার ভালোবাসা ছিল ফিকে সাঁঝের লালিমার মতো
সন্ধ্যা তারায় হারিয়ে গেল; কাশ বন কুয়াশায় মাতাল হাওয়া
পূর্ণিমা বিভাস ভুলেছিল কলঙ্ক খানিক ক্ষণ কালে
চাঁদের অমাবশ্যা।
তাই তো প্রেম ভালোবাসা পোড়ায়
জীবন পুড়ে বিরহে দাগ লাগা চাঁদের মতো
ঢেকে রয় আঁধারে; কত, কত আর নিবে তুমি?
নিঃশেষ হওয়ার খানিক বাঁকি এখনও
দ্যাখো ঐ তোমার কার্নিশে মেঘ বালিকা কেঁদে কেঁদে ফিরে
কত, কত আর নিবে তুমি?
১৪২৮/ শরত কাল/ আশ্বিন।