______শুকতারা

জীবন সমীপে
কত, কত গল্প যোগ হয় নিত্য?

কতক আমুদে;
কতক বিষন্নতায় ভরা
কতক মোহ আবেগ জালে বাঁধে বাসা; পুনঃ পুনঃ জাগে
স্মৃতির ঝালোর অবেলার।

ছুটা ছুটির ক্ষুধার তাবড় দ্রোহের
নেই ক্ষণ; সকাল, সন্ধ্যা, সাঁঝ গড়িয়ে রাতে
দুমুঠো খাবারের কত গল্প?
এর মাঝেও সুখ লুটায় উঠানে
টোনা টুনির বাসার মতো; অবকাশের আশ্রয়।

খণ্ডিত জীবনে
খাপছাড়া ক্ষণ, সময় কাল তাও তো ঢেড়
আচানক বৃষ্টির ছোঁয়ায় উঠান ভিজে যায়
সজনে ডালে কাক ভিজে সারা; এমন সিক্ততায়
কত কাল পরে দেখা বল তো?
কেমন আছো?
ঐ টা কে হয় তোমার বাহ সুন্দর তো?
আমার মেয়ে, শুকতারা।

আজ ৯ চৈত্র ১৪২৯