______আষাঢ়ে চাঁদ

আমার খিড়কি জুড়ে আষাঢ়ে চাঁদ
ডগমগ জোছনায় রাতের রুপকে লুটে নেওয়ায় মত্ত
মধ্য রাত হবে হয় তো!
ঘুমে ছিলুম বেশ আবেশে; আঁধার ঘরে ফ্যানের চরকি যেন
জোছনায় খেলছে বেশ।

এমন খেলায় কম যায় কি কেউ?
টিকটিকি ইঁদুর বেশ সরব; আচমকা ঘুম যায় টুটে
দেখি, জোছনা আমার সিঁথানে
ছুঁয়েছে শরীর খানিক।

এদিক ওদিক করেও
দেখি, নরে না চরে না, তয়
মেঘেদের ছায়া খেলে যায় জোছনার মধ্যে
এ যেন জোছনার কায়া; আমার আধেক শরীর লয়ে
উদম রাতে আষাঢ়ে চাঁদের বিবর খেলা
আমার খিড়কি জুড়ে আষাঢ়ে চাঁদ;
আঁধার লুটের পাহারায়।

১৪২৮/১৪/আষাঢ়।