=====শরীরে মন দয়ীতায় বাঁচে
মনকে তো আর মন বাঁধে না
ইচ্ছা স্বাধীন চলে; হেথায় সেথায়
দেখলে ভালো চঞ্চল হয়ে উঠে।
মখমলের ঐ মলিন খাঁচায়
সেচ্চা স্বাধীন থাকে; একটু খানি বিষন্নতায়
শুধু বিরহে পুড়ে।
মনের আগল কে টানে রে?
স্বাধীনতায় পায় রে ব্যথা; স্বপ্নপুড়ির আগল খোলা
সেথায় কে কখন দেয়রে হানা।
মনের আদল মন যে হয়
সুদূর চঞ্চল ভারি; একূল ওকূল দুপাড়েই
শুধুই করে ছুটাছুটি।
শরীরে মন দয়ীতায় বাঁচে
সুখেই চঞ্চল ভারি; অসুখে যে ভীষণ ক্ষেপা
মর্মে মরে নিজেই দুখে।
আজ ৮ কার্ত্তিক ১৪৩১