---অর্ন্তজাল দৈন্যদশা পুঁজিতে প্রেম
উষ্মা প্রকাশ!
শ্বাসনালীতে বায়ু ঘটিত প্রবল বেগ
অপ্রত্যাশিত যাতনা বেড়িয়ে আসে
আত্ম স্থিত তৎ খানিক; জাল বুনে উষ্মা
সবুজ ঘাসে ছোপ ছোপ রক্তের দাগ
উষ্মায় বিকশিত বিস্তার
হন্তারক বিষয় কিন্তু কোন লাশ নেই?
খুঁজার প্রত্যয় সদা তৎপর।
বিরহ ব্যথা যত, যথাতথা উষ্মামূলক
এমনি বিবাগী উষ্মা; কথিত কষ্টের লাগাম ধরে চলে
শুধু তুমি নেই তাতেও বেজায় নাখস।
থাকলে পাশে আকাশ বদ্লায়
সেখানে ও চমক বিষদ; অর্ন্তজাল দৈন্যদশা পুঁজিতে প্রেম
উষ্মাচক্রে ব্যবচ্ছেদ নিত্য।
সেই তো মোহ বাঁচার তাগিতে ছেঁড়া ছেঁড়া উষ্মা
আকাশ পানে নক্ষত্র ছুঁইয়ে; মিলিয়ে যায় নির্দ্বিধায়
তুমি পিছনে ফিরোনি কখনও; অতলান্তিক মোহে
চেয়ে ছিল পথে একটু উষ্মা ঘন আবেগ!
১৪২৫/ কার্তিক/ হেমন্তকাল।