---অন্তর্জাল বৃত্ত রেখা
বৃত্তের পথে হেঁটে হেঁটে নিত্য যাতনা উল্লাসে
মন বলে, ক্ষয়েছে শ্রুম! প্রত্যয় সম অনন্ত লোভে
সে লোভের পিয়াস বিদিশা রক্ত ক্ষরণে পথে পথে
অনন্তলোকে দেখিতে তারে বিদগ্ধ আশ্রয় খুঁজে।
পথের মানদণ্ড বেশে বৃত্ত, বার বার ফিরে আসে
পথের নাগাল বল, আবার সীমানা, যাই বল না কেন?
অনন্ত কালের দিশা হারিয়েছে বেবস, আক্ষরিক পথ ভুলে
মোহময় বৃত্তে বার বার ফেরা, সুখ স্বপ্ন অমানিশার লোভে।
বাঁচিতে জীবন, ভোগ, মোহ, লোভ, অন্তর্জাল বৃত্ত রেখায়
বার বার ফিরে নন্দন মোহ কারুকার্য, না না রুপরসে
পিয়াসি মদদ রুপ জৌলুসে, পোড়াতে ক্ষীণকায় জলজরুপে
ধরিতে সুখ! লুট হয়ে যায় বৃত্তের পথে, অনামী চন্দ্র খরায়।
১৪২৫/ অগ্রহায়ণ/ হেমন্তকাল।